হেমচন্দ্র রায়চৌধুরী

Barisalpedia থেকে

হেমচন্দ্র রায়চৌধুরী একজন বিশিষ্ট ঐতিহাসিক ও কলকাতা বিশ^বিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। তিনি ঝালকাঠির পোনাবালিয়ার জমিদার পরিবারের সন্তান ছিলেন। তাঁর জন্ম ৬ এপ্রিল ১৮৯২ এবং মৃত্যু ৪ মে ১৯৫৭। তাঁর পিতা মনোরঞ্জন রায়চৌধুরী।

হেমচন্দ্র রায়চৌধুরী ১৯০৭ খৃস্টাব্দে বরিশাল ব্রজমোহন ইনস্টিটিউশন থেকে এন্ট্রান্স এবং ১৯১১ খৃস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে øাতক পরীক্ষায় সর্বোচ্চ নম্বও পাওয়ায় ‘ঈশান স্কলার’ মনোনীত হন। ১৯১৩ খৃস্টাব্দে এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান, ১৯১৯ খৃস্টাব্দে ‘গ্রিফিত’ পুরস্কার এবং ১৯২১ খৃস্টাব্দে পি.এইচ.ডি. উপাধি লাভ করেন। ১৯১৩-১৪ খৃস্টাব্দে কলকাতার বঙ্গবাসী কলেজের অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু। এর পর ‘বেঙ্গল এডুকেশন সার্ভিসে’ যোগ দিয়ে প্রেসিডেন্সি ও চাটগাঁ সরকারি কলেজে অধ্যাপনা করেন। ১৯১৭ খৃস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপকরূপে যোগ দেন। ১৯২৮ খৃস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছর কর্মরত ছিলেন। ১৯৩৬ খৃস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কারমাইকেল প্রফেসর এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫২ খৃস্টাব্দে অবসর নেন। পান্ডিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশের বিভিন্ন ঐতিহাসিক সংস্থা কর্তৃক সম্মানিত হয়েছিলেন। রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: ‘political History of Ancient India’, `Materials for the study of the Early Vaishnaba Sect’, `Studies in Indian Antiquities’, `History of Bengal’, `Early History of the Deccan’ প্রভৃতি।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান