হিতৈষিণী

Barisalpedia থেকে

‘হিতৈষিণী’ বরিশালের প্রাচীন পত্রিকার একটি। ১৮৭৫ সালের এপ্রিল মাসে সাপ্তাহিক ‘হিতৈষিণী’ শ্রী দীননাথ সেনের সম্পাদনায় প্রকাশিত হয়। সরকারি রিপোর্ট অনুযায়ী পত্রিকাটি পরে মাসিকপত্রে রূপান্তরিত হয়। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পত্রিকাটিকে মাসিক এবং বৈশাখ ১২৮২ সনে প্রকাশিত বলে উল্লেখ করেছেন।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।