হরিবল্লভ দেব

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:৫০, ২১ মার্চ ২০১৭ পর্যন্ত সংস্করণে ("চন্দ্রদ্বীপের চতুর্থ অথবা পঞ্চম রাজা ছিলেন। তাঁর পিতা ক..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

চন্দ্রদ্বীপের চতুর্থ অথবা পঞ্চম রাজা ছিলেন। তাঁর পিতা কৃষ্ণবল্লভ প্রায় ৪০ বছর রাজত্ব করেন। তার মৃত্যুর পর পুত্র হরিবল্লভ দেব ১৪২০ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহন করেন। হরিবল্লভ তার পিতার মতো ধর্মপরায়ণ ও প্রজাবৎসল ছিলেন। তিনি কায়স্থ সমাজের কতকগুলো নিয়ম প্রচলন করেন। তিনি সমাজ হতে কন্যা পণ উঠিয়ে দেন। তিনি কেবলমাত্র পাত্র-পাত্রীর মর্যাদা অনুসারে সমান্য অর্থ ‘মর্যাদা’ ধার্য করেন। তিনি প্রায় ১৪৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। কৃষ্ণবল্লভ ও হরিবল্লভ দেবের রাজত্বকালে সমুদ্রপথে অনেক মুসলমান ব্যবসায়ী কয়েকজন ইসলাম ধর্ম প্রচারক বাকলা নগরে আগমন করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।