হরিবল্লভ দেব

Barisalpedia থেকে

চন্দ্রদ্বীপের চতুর্থ অথবা পঞ্চম রাজা ছিলেন। তাঁর পিতা কৃষ্ণবল্লভ প্রায় ৪০ বছর রাজত্ব করেন। তার মৃত্যুর পর পুত্র হরিবল্লভ দেব ১৪২০ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহন করেন। হরিবল্লভ তার পিতার মতো ধর্মপরায়ণ ও প্রজাবৎসল ছিলেন। তিনি কায়স্থ সমাজের কতকগুলো নিয়ম প্রচলন করেন। তিনি সমাজ হতে কন্যা পণ উঠিয়ে দেন। তিনি কেবলমাত্র পাত্র-পাত্রীর মর্যাদা অনুসারে সমান্য অর্থ ‘মর্যাদা’ ধার্য করেন। তিনি প্রায় ১৪৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। কৃষ্ণবল্লভ ও হরিবল্লভ দেবের রাজত্বকালে সমুদ্রপথে অনেক মুসলমান ব্যবসায়ী কয়েকজন ইসলাম ধর্ম প্রচারক বাকলা নগরে আগমন করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।