হরনাথ শাস্ত্রী

Barisalpedia থেকে

হরনাথ শাস্ত্রী বিখ্যাত বেদান্ত ও ন্যায়শাস্ত্রবিদ। গৌরনদী উপজেলার চাদসী গ্রামে ১২৭২ বঙ্গাব্দে তাঁর জন্ম। ১৩৫১ বঙ্গাব্দে তাঁর মৃত্যু।

কাশীধামে বিশুদ্ধানন্দ সরস্বতীর কাছে বেদান্ত ও অন্যান্য শাস্ত্র এবং ফরিদপুরের চন্দ্রকান্ত ন্যায়ালঙ্কারের কাছে নব্যন্যায় অধ্যায়ন করেন। কলকাতার ‘আর্য বিদ্যালয়’ স্থাপন করে বহু ছাত্রকে আহার ও বাসস্থান দিয়ে অধ্যাপনা করেন। ‘বঙ্গীয় ব্রাহ্মণ সভা’র অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর বিশেষ চেষ্টাতেই কলকাতার টোলসমূহ প্রথম কর্পোরেশনের সাহায্য প্রাপ্ত হয়। রচিত গ্রন্থ: ‘নিত্য কর্মানুষ্ঠান’। ভট্টিকাব্যের ৪র্থ সর্গ পর্যন্ত টীকা ও বঙ্গানুবাদ করেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান