স্নেহলতা দাশ

Barisalpedia থেকে

স্নেহলতা দাশের নিবাস বরিশাল শহর। পিতা ছিলেন বরিশাল ব্রাহ্ম সমাজের অন্যতম প্রধান ব্যক্তিত্ব সর্বানন্দ দাস; মাতা প্রসন্নকুমারী বরিশালের ব্রাহ্মিকা সমাজের সম্পাদিকা। পিতৃপ্রতিষ্ঠিত সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে স্নেহলতার কর্মজীবন শুরু। শেষ জীবনে ‘বালিকা শিক্ষালয়’ নাম দিয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত একটি মধ্য ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। এই স্কুলের ছাত্রী ইশান স্কলার শান্তিসুধা ঘোষের লেখায় জানা যায় ‘১৯১৫ সালের বরিশালে এইটিই নারীশিক্ষার সর্বোচ্চ কেন্দ্র ছিল।’ স্কুলের প্রতিষ্ঠাত্রী এবং প্রধান শিক্ষিকা সম্বন্ধে তিনি লিখেছেন, ‘ছোটোখাটো মানুষটি, চলাফেরায় বসনে-ভূষণে একান্ত সাদাসিধে। .... দেখলে মনে হয় তিনি বিধবা, কিন্তু তিনি অবিবাহিতা, আজন্ম ব্রাহ্মচারিণী .... স্বল্পভাষী, সদা প্রসন্ন, শান্ত স্নেহময়ী।’ তিনি তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত স্কুলের সিলেবাস অনুসারে ‘রন্ধন শিক্ষা’ (৩ খন্ড) বই লিখেছিলেন। কবি জীবনান্দ দাশ তাঁর ভ্রাতুষ্পুত্র।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান