সৈয়দ মোয়াজ্জেম হোসেন

Barisalpedia থেকে

সৈয়দ/মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন শায়েস্তাবাদ জমিদার পরিবারের ইতিহাসে সবচেয়ে প্রতিপত্তিশালী ব্যক্তি। মির এমদাদ আলীর তৃতীয় পুত্র মৌলভী মীর মোয়াজ্জেম হোসেন ১৮১০ খৃৃস্টাব্দে শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নদীয়া ও যশোরে প্রিন্সিপাল স্মল কজেজ কোর্টের জজ ছিলেন। তিনি অতিরিক্ত জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করতেন। বাঙালীদের মধ্যে তিনি প্রথম অতিরিক্ত জজ ছিলেন। তিনি রাজশাহী, মাগুরা, নদিয়া, ঢাকা ও চট্টগ্রামে চাকরি করেন এবং সদর আমিন বা সাবজজ হিসেবে ১৮৭০ খৃৃস্টাব্দে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর তিনি কলকাতা প্রেসিডিন্সিতে অনরারি ম্যাজিষ্ট্রেট ও বাকেরগঞ্জ জেলা বোর্ডের সদস্য ছিলেন। সরকার তাকে খান বাহাদুর ও নবাবজাদা খেতাব প্রদান করে। জেলার মধ্যে তিনি একমাত্র নবাব উপাধিধারী ছিলেন। ইসলাম ধর্ম সম্পর্কে তিনি উর্দু ও আরবী ভাষায় কয়েকটি গ্রন্থ রচনা করেন। তৎকালীন বঙ্গদেশের অন্যতম খ্যাতিমান মুসলিম জমিদার নবাব সৈয়দ মৌলভী মোয়াজ্জেম হোসেন চৌধুরী খান বাহাদুর ১৯০৯ খ্রিস্টাব্দের ০৭ অক্টোবর ৯৯ বছর বয়সে শায়েস্তাবাদ গ্রামে ইন্তেকাল করেন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।