সৈয়দ মোতাহার হোসেন

Barisalpedia থেকে

সৈয়দ মোতাহার হোসেন ছিলেন শায়েস্তাবাদের জমিদার পরিবারের সন্তান। সৈয়দ মোয়াজ্জেম হোসেনের পঞ্চম পুত্র মোতাহার হোসেন ছিলেন তৎকালীন বাকেরগঞ্জ জেলার দ্বিতীয় ব্যারিষ্টার। কলকাতা হাইকোর্টে তিনি আইন ব্যবসা করতেন। তিনি অশ্বিনী কুমার দত্তের সাথে স্বদেশী আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯০৪ খৃৃস্টাব্দে তিনি স্যার সলিমুল্লাহর সাথে ভারতের ভাইসরয় লর্ড কার্জনের সাথে সাক্ষাৎ করেছিলেন। তার দুই বিয়ে। দ্বিতীয় স্ত্রী ছিলেন শ্রীমতী বেলা কুমারী। তার কন্যা সাহলীন বেগমের সাথে করটিয়ার জমিদার হায়দার আলী খান পন্নীর বিয়ে হয়। তাদের পুত্র বিখ্যাত সমাজসেবক করটিয়ার ওয়াজেদ আলী খান পন্নী। মোতাহার হোসেনের একমাত্র পুত্র সৈয়দ নেহাল হোসেন ছিলেন কবি সুফিয়া কামালের প্রথম স্বামী। মোতাহার হোসেন ১৯১১ সালে ইন্তেকাল করেন। তার পুত্র সৈয়দ নেহাল হোসেন ১৯৩৪ সালে অকালে প্রাণ ত্যাগ করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।