সেবাস্তিয়ান গঞ্জালেস

Barisalpedia থেকে

সেবাস্তিয়ান গঞ্জালেস সপ্তদশ শতকের শুরুর দিকে বাকলা-চন্দ্রদ্বীপে ত্রাস সৃষ্টিকারী এক পর্তুগিজ জলদস্যুর নাম।

কার্ভালোর পরে গুরুত্বপূর্ণ পর্তুগিজ জলদস্যু গঞ্জালেস সেবাস্তিয়ান। ১৬০৫ সালে ভাগ্যের অন্বেষণে সে বাংলাদেশে আসে। বাকলার রাজা রামচন্দ্রের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তির অধীনে সে বাকলার রাজার সহায়তা নিয়ে সন্দ্বীপ দখল করে। চুক্তি ছিল সন্দ্বীপ দখল করতে পারলে প্রাপ্য রাজস্বের অর্ধেক সে রামচন্দ্রকে দিবে। এই শর্ত ভঙ্গ করে সে বরং বাকলা আক্রমণ করে শাহবাজপুর ও পাতিলভাঙ্গা দখল করে নয়ে। মোগল শাসন কর্তা ফতে খা ভোলার নিকট যুদ্ধে গঞ্জালেসের কাছে পরাজিত ও নিহত হন। রাজা রামচন্দ্র তাকে শাহবাজপুর তথা বাকলা থেকে তাড়াতে সমর্থ হন। ১৬০৯ সালে গঞ্জালেস ফতে খার ভাইকে হত্যা করে পুনরায় সন্দ্বীপ দখল করে। ১৬১৫ সালে আরাকান রাজা মেং খামাং গঞ্জালেসকে হত্যা করে সন্দ্বীপ তাদের দখলে নেয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।