সুনীল সেন

Barisalpedia থেকে

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম সভাপতি সুনীল সেনের (১৯২১-২২.১.১৯৯৪) মূল নিবাস বরিশাল।

ম্যাট্রিক পরীক্ষায় রাজশাহী ডিভিশনে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেন। পরে প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েন। ছাত্রাবস্থাতেই তিনি রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ঐতিহাসিক তেভাগা আন্দোলনে দিনাজপুর জেলার কৃষকসংগ্রামে মুখ্য সংগঠক হিসেবে যুক্ত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম সভাপতি। ১৯৩৮ খ্রিস্টাব্দে যে তেরোজনকে নিয়ে ফ্যাসিবিরোধী লেখক সংঘ কমিটি গঠিত হয় তিনি তার অন্যতম ছিলেন। ১৯৬৭ খ্রিস্টাব্দে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্ত হয়ে পরে ইতিহাস বিভাগের প্রধান হন। বিশিষ্ট গবেষক হিসেবে তিনি দেশে-বিদেশে পরিচিত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: ‘স্টাডিজ ইন ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড ডেভলপমেন্ট অফ ইন্ডিয়া’, ‘অ্যাগ্রারিয়ান রিলেশন্স অফ ইন্ডিয়া’, ‘দি ওয়ার্কিং উইমেন অ্যান্ড পপুলার মুভমেন্টস ইন বেঙ্গল’, ‘পেজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া,’ ‘টাটাবাড়ির কথা’, ‘ভারতের কৃষক আন্দোলন,’ ‘ভরতের স্বাধীনতা সংগ্রামের শেষ অধ্যায়’, ‘বাংলার তেভাগা সংগ্রাম’ প্রভৃতি। [১৬]



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান