সুধীরকুমার সেন

Barisalpedia থেকে

সুধীরকুমার সেন ‘সেন অ্যান্ড পন্ডিত কোং’ এর মালিক। তিনি ঝালকাঠির বাসন্ডা গ্রামে ১৮৮৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি সাবজজ চন্ডীচরণ সেনের পুত্র এবং কবি কামিনী রায়ের ভাই। তাঁর মৃত্যু ২৮ আগস্ট ১৯৫৯ সালে।

তিনি ইংরেজিতে অনার্স নিয়ে বি.এ. পাশ করেন। ভারতবর্ষে সাইকেলের ব্যবসায়ে এবং সাইকেল নির্মাণ ও বিকাশে তাঁর যথেষ্ট অবদান আছে। তাঁর প্রচেষ্টায় ও রামচন্দ্র পন্ডিতের সহায়তায় ১৯০৯ খৃস্টাব্দে প্রতিষ্ঠিত ‘সেন অ্যান্ড পন্ডিত কোং’ অল্পদিন পরেই তাঁর মালিকানায় চলে আসে। সাইকেলের প্রচলন বৃদ্ধির জন্য তিনি ১৯১৭ খৃস্টাব্দে ‘ইন্ডিয়ান সাইকেল অ্যান্ড মোটর জার্নাল’ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। মার্কেটিং ও সেলসম্যানশিপের রাজা সুধীরকুমারের প্রকৃত ব্যবসায়ী জীবনের সূচনা হয়েছিল ১৯১২ খৃস্টাব্দে বিলেতি সাইকেলশিল্পপতিদের আয়োজিত বাণিজ্যিক সম্মেলন উপলক্ষ্যে তাঁর প্রথম ইংল্যান্ড সফরের সঙ্গে সঙ্গে। উত্তরকালে প্রতি বছর ইংল্যান্ড, জার্মানি ও আমেরিকায় সওদা করতে বেরোতেন। বাণিজ্যব্যপদেশে জার্মানিতে যান এবং সেখানে তাঁর মৃত্যু হয়। আসানসোলের সংলগ্ন কন্যাপুরে ১৯৫২ খৃস্টাব্দে সেন-র‌্যালে ফ্যাক্টরি প্রতিষ্ঠা তাঁর অক্ষয় কীর্তি। ১৯৪১ খৃস্টাব্দে শ্বশুর ডা. নীলরতন সরকারের অনুরোধ তিনি ন্যাশনাল ট্যানারির কর্মভার হাতে নিয়ে তার উন্নতিবিধানে যথেষ্ট পরিশ্রম করেছিলেন। কবি কামিনী রায় তাঁর ভগ্নী।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান