সুতাবাড়িয়ার দয়াময়ীর মন্দির, গলাচিপা

Barisalpedia থেকে

বরিশালের উজিরপুর অঞ্চলের শোলক গ্রামের মজুমদার পরিবারের রামগোবিন্দ নবাবদের নিকট থেকে রাজা উপাধি লাভ করার পর গলাচিপার চিকনিকান্দি এলাকায় তাদের জমিদারী প্রতিষ্ঠা করেন। জমিদারী প্রতিষ্ঠা করার পর রাজা রামগোবিন্দের পুত্র রাজারাম সেন সুতাবাড়িয়াতে একটি মন্দির ও শিবালয় তৈরি করে শিব মূর্তি প্রতিষ্ঠা করেন। দয়াময়ীর মন্দির নামে পরিচিত এবং খ্যাত মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উপাসনালয় হিসেবে চিহ্নিত। এই স্থানে মহাসমারোহে নীলচন্ডী এবং দোল উৎসব পালিত হয়ে থাকে। এছাড়া মাঘী পূর্ণিমায় মন্দির প্রাঙ্গণে প্রতি বছর মেলা আয়োজন করা হয়ে থাকে।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।