সাইয়েদুল আরেফিন (র.)

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:১৯, ২২ মার্চ ২০১৭ পর্যন্ত সংস্করণে ("বরিশাল অঞ্চলে আগত প্রথম সুফী-সাধক ও ইসলাম প্রচারক। কথিত আ..." দিয়ে পাতা তৈরি)

বরিশাল অঞ্চলে আগত প্রথম সুফী-সাধক ও ইসলাম প্রচারক। কথিত আছে তৈমুরলঙ্গের ভারত আক্রমণের সময় (১৩৯৮ খৃঃ) হযরত সায়েদুল আরেফিন বাকলা বন্দরে ইসলাম ধর্ম প্রচার করতে আসেন। কিন্তু তার আগমনের সঠিক তারিখ আমাদের জানা নেই। মিঃ বেভারিজ ও জে.সি জ্যাক বলেছেন হযরত অরেফিন ১৭ শতকে বাকলা নগরে ইসলাম ধর্ম প্রচার করেন। কিন্তু তারা কিংবদন্তি বা লোকমুখে শুনে হযরত আরেফিনের বাকলা আগমনের তারিখ অনুমান করেছেন।

তার ইসলাম প্রচার কেন্দ্র পটুয়াখালি জেলার বাউফল থানার কালিশুরি গ্রামে অবস্থিত। এই অঞ্চলে তার আগমন এবং প্রচারকেন্দ্র স্থাপন সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে, একদা তিনি নদী তীরবর্তী পথে যাওয়ার সময়ে চাল ধোয়ায় ব্যস্ত জনৈকা তরুণীর কাছে ইশারায় খাওয়ার কথা বলতে সে ক্ষিপ্ত হয়ে তাচ্ছিল্য প্রকাশ করে। পরবর্তীতে তরুণী অবাক বিস্ময়ে লক্ষ্য করে যে, হঠাৎ করে তার চাল ফুটতে শুরু করছে। অবস্থা দেখে ভীত-সন্ত্রস্ত তরুণী চিৎকার করে তার বাড়ির লোকজনদের জড়ো করে। তারা অলৌকিক সেই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে পড়ে এবং হযরত সাইয়েদুল আরেফীনের (রঃ)-এর পরিচয় পেয়ে তার কাছে থেকে ইসলাম গ্রহণ করে। কালি নামের শুরি বংশোদ্ভূত সেই তরুণীর নামানুসারে পরবর্তী সময়ে সেই স্থানের নাম কালিশুরি নামে পরিচিত হতে শুরু করে। হযরত সাইয়েদুল আরেফীন কালিসুরিতে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। তার সম্মানে সেই মসজিদের নামকরণ করা হয় হযরত সাইয়েদুল আরেফীন মসজিদ। কালিসুরি গ্রামে হয়রত সাইয়েদুল আরেফীন (রঃ)-এর ধর্ম প্রচারকে কেন্দ্র করে এককালে এই অঞ্চলে একটি বিখ্যাত মেলা অনুষ্ঠিত হতো বলে জানা যায়।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।