সরোজিনী দেবী

Barisalpedia থেকে

সরোজিনী দেবীর জন্ম বরিশালের উজিরপুরে ১২৮৮ বঙ্গাব্দে। তিনি মাতাজি সরোজিনী দেবী নামেই সমধিক পরিচিত। তিনি একজন বিপ্লবী ও স্বদেশাত্মক গানের রচয়িতা। তাঁর মৃত্যু ১৩৬৭ বঙ্গাব্দে। সরোজিনী দেবীর পিতা ষষ্ঠীচরণ মুখোপাধ্যায়। তিনি তাঁর কনিষ্ঠ ভ্রাতা বিপ্লবী স্বামী প্রজ্ঞানন্দের নিকট বাংলা, সংস্কৃত ও ইংরেজি অধ্যয়ন করে বিশেষ জ্ঞান অর্জন করেন। তিনি বাল্যবিধবা ছিলেন। ১৯১৯ খৃস্টাব্দে সন্ন্যাসগ্রহণের পর তাঁর নাম হয় ‘ত্রিপুরাতীর্থ’; কিন্তু ‘মাতাজি’ নামেই বিখ্যাত হয়েছিলেন। ১৯০৫ খৃস্টাব্দে তিনি জাতীয় আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁর রচিত বহু স্বদেশাত্মক গান আছে। চারণকবি মুকুন্দ দাস প্রথম জীবনে তাঁর মন্ত্রশিষ্য ছিলেন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান