সরোজআভা দাসচৌধুরী

Barisalpedia থেকে

সরোজআভা দাসচৌধুরী বৃটিশ বিরোধী আন্দোলনে একজন খ্যাতনামা বিপ্লবী কর্মী ছিলেন। তাঁর জন্মতারিখ অজ্ঞাত। মৃত্যু নাগ ১৯ আগস্ট ১৯৫১ তারিখ।

তাঁর পৈত্রিক নিবাস জামির্তা, বিক্রমপুর, ঢাকা। পিতা রোহিণীকুমার। স্বামী বরিশালের বিপ্লবী কর্মী ধীরেন্দ্রনাথ নাগ। ১৯৩৪ খৃস্টাব্দে বরিশাল থেকে বি.এ. পাশ করেন। ১৯৩৮ খৃস্টাব্দে বিবাহ হয়। ১৯২৯ খৃস্টাব্দে বিপ্লবী সংস্থা ‘অনুশীলন সমিতি’র ভাবধারায় দীক্ষিত হন। তিনি স্থানীয় অনুশীলন দলের মহিলা সংগঠনের প্রতিষ্ঠাত্রী। কোলকাতার নিকটবর্তী টিটাগড় ষড়যন্ত্র মামলার আত্মগোপনকারী বিপ্লবীদের তিনি ও তাঁর সহকর্মী মেয়েরা অর্থ ও আশ্রয় দিয়ে নানাভাবে সাহায্য করেছেন। ১৯৩৫-৩৭ খ্রিস্টাব্দে ডেটিনিউ ছিলেন। ১৯৩৮ খৃস্টাব্দে স্বামীর সঙ্গে কলকাতায় ‘মহামানব শিক্ষাকেন্দ্র’ নামে বিদ্যালয় স্থাপন করে বস্তিবাসী ও দরিদ্রদের মধ্যে সমাজসেবার কাজ করেন। ১৯৪২ খৃস্টাব্দে আন্দোলনের বহু কর্মীদের তিনি নিজের বাড়িতে আশ্রয় দিয়ে আন্দোলন পরিচালনায় সাহায্য করেছেন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান