সরকারবাড়ি মন্দির, স্বরূপকাঠি

Barisalpedia থেকে

বানারিপাড়া নেছারাবাদ সড়ক সংলগ্ন অলংকারকাঠি নামের গ্রামে এই মন্দিরটি অবস্থিত। প্রাচীন এই মন্দিরটি সরকার বাড়ির মঠ নামে স্থানীয়ভাবে পরিচিত। এটি আনুমানিক তিনশত বছর পূর্বে নির্মিত হয়েছিলো বলে জানা যায়। মন্দির নির্মাণ সম্পর্কিত প্রচলিত কিংবদন্তীতে বলা হয়েছে যে, অলংকারকাঠি সরকার পরিবারের প্রতিষ্ঠাতা চন্দ্রকিশোর সরকার জমি আবাদকালে একটি শিব মুর্তি লাভ করে। পরবর্তীতে প্রাপ্ত মূর্তি স্থাপনের নিমিত্তে তিনি এই মন্দির তৈরি করেন। অষ্টকোনী স্থাপত্য ধারায় তৈরি সরকার বাড়ির মন্দিরটিতে এক সময়ে বিভিন্ন কারুকার্য় এবং নকশা শোভিত ছিলো। বর্তমানে সেই সকল কারুকায সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত । প্রায় পঞ্চাশ ফুট উঁচু এই স্থাপনাটির সঙ্গে মাহিলারা মঠের সাদৃশ্য রয়েছে । কালের সাক্ষী সরকার বাড়ির এই মন্দিরটি এই অঞ্চলের প্রাচীন ধর্মীয় নিদর্শনসমূহের অন্যতম বলে প্রতীয়মান।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।