সত্যানন্দ দাশ

Barisalpedia থেকে

সত্যানন্দ দাশের জন্ম ১৮৬৩ সালে বরিশাল শহরে। মৃত্যু ১৯৪২ সালে। ব্রজমোহন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন এবং বরিশাল ব্রাহ্ম সম্পাদক ও উপাচার্য ছিলেন।

পিতা বরিশাল ব্রাহ্মসমাজের অন্যতম প্রধান ব্যক্তিত্ব সর্বানন্দ(১৮৩৮-১৮৮৫)। মাতা প্রসন্নকুমারী বরিশালের ব্রহ্মিকাসমাজের সম্পাদিকা ছিলেন। বি.এ. পাশ করে বরিশালের ব্রজমোহন স্কুলে শিক্ষক হিসাবে যোগ দিয়ে কালক্রমে তার সহকারী প্রধান শিক্ষক হন। ১৯২১ খৃস্টাব্দে এই স্কুল ছেড়ে তিনি প্রধান শিক্ষক হয়ে মডেল স্কুলে যান। তাঁর পুত্র জীবনানন্দের ভাষায় ‘বাবাকে কেন্দ্র করে বি.এম. স্কুলের উচ্চ শ্রেণির ছেলেদের এক উন্মেষধর্মী সংঘ গড়ে উঠেছিল যেখানে সাহিত্যিক নৈতিক রাষ্ট্রিক আলোচনারও প্রসার ছিল কিন্তু তিনি প্রচলিত ও স্বদেশপ্রীতির পার্থক্য অনুভব করতেন . . . জোর দিয়েছিলেন তিনি চরিত্র ও চেতনাশুদ্ধির উপর।’ ছাত্রাবস্থাতেই তিনি বরিশাল ছাত্র সেবাদল ও তার মুখপত্র ‘স্বদেশী’ পাক্ষিক পত্রিকার সম্পাদক হয়েছিলেন। ব্রাহ্মসমাজের তিনি সম্পাদক হন। একসময় সমাজের উপাচার্যও ছিলেন। বাংলা শেখানো এবং প্রার্থনাপুস্তকের অনুবাদসূত্রে বরিশালের অক্সফোর্ড মিশনের সাধুদের সঙ্গেও তাঁর যোগ ছিল। মনোরঞ্জন গুহের সঙ্গে ‘সহযোগী’ সাপ্তাহিকপত্র প্রকাশ করেন। ১৩০৭বঙ্গাব্দে তিনি পৃথকভাবে ‘ব্রহ্মবাদী’ মাসিক পত্রিকা প্রকাশ করেন। ধর্ম, নীতি, শিক্ষা ও সমাজ-বিষয়ে তাঁর বহু রচনা ব্রহ্মবাদী, তত্ত্বকৌমুদী, প্রবাসী প্রভৃতি পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত। কবি কুসুমকুমারী তাঁর স্ত্রী।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান