সত্যপ্রিয় ঘোষ

Barisalpedia থেকে

বাংলা আকাদেমি কথাসাহিত্য পুরস্কারপ্রাপ্ত সত্যপ্রিয় ঘোষের (১২.৯.১৯২৪-১৫.১০.২০০৩) আদি নিবাস বানারিপাড়া, বরিশাল। পিতা শিক্ষাবিদ, বৈয়াকরণ মণীন্দ্রকুমার; মাতা অমলা বালা; ছোট ভাই দুই বাংলার জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ।

সত্যপ্রিয় নিখুঁত রুচির, এলিটিজম বিরোধী সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী এক ব্যক্তিত্ব। প্রখর সমাজমনস্কতা, ইতিহাস এবং রাজনীতি বিষয়ক লেখক হিসেবে প্রথম থেকেই তিনি বিশিষ্ট ছিলেন। চল্লিশের দশকে ‘পূর্বাশা’, ‘অগ্রণী’, ‘অরণী’ কে ঘিরে বাংলা কথাসাহিত্য ও সম্পাদনা যে নতুন ইতিহাস রচনা শুরু করে তিনি এই পরিমন্ডলে তাঁর প্রতিভার ছাপ রাখেন। এই তরুণ লেখকের প্রথম উপন্যাস ‘চার দেয়াল’ নাভানা থেকে প্রকাশিত হয় (১৯৫৬)। অন্যান্য উপন্যাস: ‘গান্ধর্ব’, ‘রাতের ঢেউ’, ‘বহু বাসনায়’, ‘স্বপ্নের ফেরিওয়ালা’, ‘মানপত্র’, ‘বনিতাজনম’। তাঁর গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘অমৃতের পুত্ররা’, ‘দ্বিতীয় জন্ম’। ২০০৩ খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর ‘গল্পসমগ্র ১’ বাংলা আকাদেমি কর্তৃক কথাসাহিত্য পুরস্কার লাভ করে। বাংলা আকাদেমি থেকে ২০০১ খ্রিস্টাব্দে তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘পূর্বাশা সংকলন-১’। ১৯৯৯ খ্রিস্টাব্দে অনুষ্টুপ প্রকাশনী তাঁর সম্পাদিত ‘পূর্বাশার কথা’ প্রকাশ করে। তাঁর অনূদিত গ্রন্থ ‘আরমানী ছোট গল্প সংগ্রহ’, ‘তানসেন’। রেলে কাজ করতেন। রেল অফিসের ট্রেড ইউনিয়নের কাজকর্মের সঙ্গে তাঁর যোগ ছিল। ‘কালপ্রতিমা’ পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন। কবি শঙ্খ ঘোষ তাঁর অনুজ।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান