সতীশচন্দ্র রায়

Barisalpedia থেকে

সতীশচন্দ্র রায়ের জন্ম ১৮৮২ সালে বরিশলের উজিরপুরে। মৃত্যু ১৯০৪ সালে। তিনি শান্তিনিকেতনের শিক্ষক ছিলেন।

বি.এ. পড়ার সময় রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ করেন এবং পড়া শেষ হবার আগেই শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয়ে অধ্যাপনার কাজে যোগদান করেন। সাহিত্য-রসিক সতীশচন্দ্র গদ্য ও পদ্য রচনায় তাঁর অপূর্ব প্রতিভার পরিচয় রেখে গেছেন। দ্বিজেন্দ্রনাথের ‘স্বপ্ন প্রয়াণ’-এর এবং কবিগুরুওর ‘ক্ষণিকা’র ওপর তিনি যে নিবন্ধ লিখেছিলেন সমালোচনা সাহিত্যে তা বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর সম্পর্কে রবীন্দ্রনাথের উক্তি: ‘সতীশ বঙ্গসাহিত্যে যে প্রদীপটি জ্বালাইয়া যাইতে পারিল না তাহা জ্বলিলে নিভিত না।’ তাঁর রচিত গদ্য ও পদ্য সংগ্রহ ১৯১২ খৃস্টাব্দে ‘সতীশচন্দ্রের রচনাবলী’ নামে প্রকাশিত হয়।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান