সতীশচন্দ্র গুহঠাকুরতা

Barisalpedia থেকে

সুপ্রসিদ্ধ গ্রন্থাগারবিজ্ঞানী সতীশচন্দ্র গুহঠাকুরতার জন্ম বরিশালে ১৮৮৮ সালে, সম্ভবত বানারীপাড়ার গাভা গ্রামে। তাঁর মৃত্যু জুলাই ১৯৬০ সালে।

তিনি জাতীয় শিক্ষা পরিষদ থেকে শিক্ষাপ্রাপ্ত হন। অসহযোগ আন্দোলনকালে শিক্ষকতা বৃত্তি ত্যাগ করে দেশসেবায় আত্মনিয়োগ করেন। কিছুকাল দ্বারভাঙার স্টেট লাইব্রেরির গ্রন্থাধ্যক্ষ ছিলেন। বিহার বিদ্যাপীঠ এবং কাশী বিদ্যাপীঠের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। সংস্কৃত, বাংলা ও হিন্দি ভাষায় ব্যুৎপন্ন ছিলেন। শান্তিনিকেতনের কলাভবনের সংগ্রহ-সচিবরূপে কিছুকাল কাজ করেন। ডিসেম্বওর ১৯২৮ খৃস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত নিখিল ভারত গ্রন্থাগার পরিষদের সম্মেলনে প্রাচ্য দেশগুলির উপযোগী বর্গীকরণ পদ্ধতি প্রণয়নের উদ্দেশ্যে যে বিশেষ সমিতি গঠন করা হয় তাতে ড. রঙ্গনাথন, প্রভাতকুমার মুখোপাধ্যায় প্রভৃতির সঙ্গে তিনিও সদস্য নির্বাচিত হন। তাঁর রচিত ‘প্রাচ্য বর্গীকরণ পদ্ধতি’ ১৯৩২ খৃস্টাব্দে এবং রঙ্গনাথনের লেখা ‘কোলন ক্লাসিফিকেশন’ ১৯৩৩ খৃস্টাব্দে প্রকাশিত হয়। ‘পুস্তকের জাত বিচার’ তাঁর লেখা একটি সুচিন্তিত প্রবন্ধ।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান