সংগ্রাম কেল্লা

Barisalpedia থেকে

বাংলাদেশে মোগলদের সবচেয়ে বড় নৌঘাটির নাম ছিল সংগ্রাম কেল্লা। মগ বিতাড়নের উদ্দেশ্যে আওরঙ্গজেব কর্তৃক প্রেরিত সেনাপতি সংগ্রাম শাহের নামানুসারে এই কেল্লার নাম করা হয়েছিল।

সংগ্রাম শাহ মেহেন্দীগঞ্জের গোবিন্দপুরে এক বিরাট সেনানিবাস নির্মাণ করেন। এটি সংগ্রাম কেল্লা নামে পরিচিত। এটি ছিল বাংলাদেশে মোগলদের সবচেয়ে বড় নৌঘাটি। আলমগীরনামা থেকে জানা যায় যে এটি ১৬৬৫ সালে নির্মাণ শেষ হয়েছিল। এই কেল্লা প্রায় ১০০ বছর আগে নদীতে বিলীন হয়ে গেছে। সংগ্রাম শাহ ঝালকাঠি জেলার রূপসিয়ায় ও রাজাপুরের ইন্দ্রপাশায়ও কিল্লা নির্মাণ করেছিলেন।

শায়েস্তা খান রাজা রামচন্দ্র বসু, কীর্তি নারায়ণ, সংগ্রাম শাহ ও চাঁদ রায়ের নেতৃত্বে বাকলা-চন্দ্রদ্বীপে শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। শায়েস্তা খান নৌ সেনাপতি ইবনে হোসেনকে ১৬৬৫ খৃস্টাব্দে উত্তর শাহবাজপুরে প্রেরণ করেন। তিনি সংগ্রাম কেল্লাকে কেন্দ্র করে মগ-পর্তুগিজ বিতাড়নের আক্রমণ পরিচালনা করেন। ইবনে হোসেন, সংগ্রাম শাহ ও যুবরাজ কীর্তি নারায়ণ মিলিত প্রচেষ্টায় মেঘনা নদী থেকে মগদের বিতাড়িত করে সন্দ্বীপ দখল করেন। এই বাহিনী ১৬৬৬ খৃস্টাব্দের ২৬ জানুয়ারি চট্টগ্রাম দখল করেন।

এই যুদ্ধে উলানিয়ার চৌধুরীদের পূর্বপুরুষ মোহাম্মদ হানিফ কৃতিত্বের পরিচয় দেন। তাকে যুদ্ধ শেষে সংগ্রাম কেল্লায় জমাদারের দায়িত্ব প্রদান করা হয়েছিল।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)