শরীফ নূরুল হুদা, অধ্যাপক

Barisalpedia থেকে

বিএম কলেজের ইতিহাসের অধ্যাপক শরীফ নূরুল হুদা ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছেন। তিনি ১৯২৯ সালে ফরিদপুর জেলার ডামুড্যা জন্মগ্রহণ করেন। কলসকাঠি গ্রামে বিয়ে করে বরিশাল শহরে তিনি বাস করতেন। ১৯৭১ সালে হত্যাকান্ড তাকে দারুণভাবে আঘাত করে এবং পাকসেনাদের প্রকাশ্যে সমালোচনা করতেন। পাকসেনারা তাকে ১৫ জুলাই বরিশালে হত্যা করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।