রোহিণীকুমার সেন

Barisalpedia থেকে

রোহিণীকুমার সেন বিদ্বৎমহলে রোহিণী রায় চৌধুরী নামেও পরিচিত। তিনি ১৮৬৭ খৃৃস্টাব্দে ঝালকাঠির কীর্তিপাশায় জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত সাহিত্যিক ও ঐতিহাসিক ছিলেন। তিনি ‘কনকলতা’, ‘চিতোর উদ্ধার’, ‘চন্দ্র বিক্রম’, ‘প্রমোদ বালা মায়াবিনী’, ‘কিরণ সিংহ’, ‘সুধামুখী’, ‘আমার পূর্ব পুরুষ’, ‘বাকলা’ প্রভৃতি গ্রন্থ রচনা করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ‘বাকলা’। এ গ্রন্থে বরিশালের ইতিহাস আলোচিত হয়েছে। ১৯০৪ খৃৃস্টাব্দে রোহিণী কুমার সেন মৃত্যুবরণ করেন। তার পুত্র ১৯১৫ খৃৃস্টাব্দে বাকলা পুস্তকখানি প্রকাশ করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।