রাজচন্দ্র কলেজ

Barisalpedia থেকে

লাখুটিয়ার জমিদার রাজচন্দ্র রায়ের পুত্র রাখাল চন্দ্র রায় ও বিহারী লাল রায় ১৮৮৮ খ্রিস্টাব্দের পিতার নামে রাজচন্দ্র উচ্চ ইংরেজী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৮৮৯ খ্রিস্টাব্দের ৪ জানুয়ারি অশ্বিনী কুমার দত্ত সরকারের নিকট কলেজের অনুমোদন চেয়ে আবেদন করেন। এরপরে বিহারী লাল রায় ১৮৮৯ খ্রিস্টাব্দের ১৫ জানুয়ারি রাজচন্দ্র কলেজের অনুমোদন চেয়ে পত্র লেখেন। বরিশাল শহরে ফকিরবাড়ী রোডে রাখাল বাবুর পুকুরের উত্তর ও পূর্ব পাড়ে স্কুল ও কলেজ অবস্থিত ছিল। কলেজের প্রথম অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন পশ্চিম বাংলার সাবেক গভর্নর হীরেন্দ্র নাথ মুখার্জী। বি এম কলেজের সাথে রাজচন্দ্র কলেজের বিরোধ ছিল। রাজচন্দ্র কলেজের ছাত্ররা বিএম কলেজকে ব্যঙ্গ করে বলত “বি এম কলেজ হ্যাভ নো নলেজ, মাংকি টিচার ডাংকি ষ্টুডেন্ট”। ১৮৮৯ খৃৃস্টাব্দে রাজচন্দ্র কলেজ প্রথম শ্রেণীর কলেজ হিসেবে শুরু হয়। এ কলেজে এফএ, বিএ ও বিএল, পড়ানো হতো। ১৯০১ খৃৃস্টাব্দে এ কে ফজলুল হক রাজচন্দ্র কলেজে গণিতের অধ্যাপক নিযুক্ত হন। বি এম কলেজের সাথে প্রতিযোগিতা, আর্থিক অনটন ও সরকারের অসহযোগিতার জন্য ১৯০২খৃৃস্টাব্দে রাজচন্দ্র কলেজ বাতিল করা হয় এবং ১৯০৪ খৃৃস্টাব্দে কলেজটি বন্ধ হয়ে যায়।

তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।