রসসার

Barisalpedia থেকে

‘রসসার’ একটি চিকিৎসা বিষয়ক গ্রন্থ। বর্তমান বানারীপাড়া উপজেলার অধীন খলিসাকোটা গ্রামে বিখ্যাত চিকিৎসক রামকৃষ্ণ রায় এটি রচনা করেছিলেন। রামকৃষ্ণ রায় ১৮ শতকের শেষভাগে এবং ১৯ শতকের প্রথম ভাগে কয়েকখানা চিকিৎসা পুস্তক রচনা করেন। ‘রসসার’ তন্মধ্যে বিখ্যাত এক চিকিৎসাগ্রন্থ। উল্লেখ্য, রামকৃষ্ণ রায়ের ছোট ভাই ছিলেন রামনারায়ণ । রামনারায়ণ ছিলেন নবাব আলীবর্দী খানের চিকিৎসক।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।