রমেশ চ্যাটার্জী, বিপ্লবী

Barisalpedia থেকে

বরিশালের বৃটিশবিরোধী সশস্ত্র বিপ্লবীদের মধ্যে রমেশ চ্যাটার্জী একটি বরণীয় নাম। জ্যোতিষ চন্দ্র ব্যানার্জী নামক এক দারোগা বিপ্লবীদের উপর জুলুম করত। এছাড়া সে পটুয়াখালী ও বরিশালে মহিলাদেরকে নির্যাতনের অনেক ঘটনা ঘটায়। নির্যাতনের প্রতিশোধ নেবার জন্য বিপ্লবীগণ বদ্ধপরিকর হন। দারোগা জ্যোতিষ চন্দ্র ব্যানার্জী ১৯২৯ খ্রিস্টাব্দের ১৪ মার্চ সন্ধ্যা ৭টার সময় সদর বালিকা বিদ্যালয়ের পিছন রাস্তা দিয়ে সাইকেলে যাচ্ছিলো। এ সময় বানীপীঠ বিদ্যালয়ের ১৪ বছরের ছাত্র রমেশ চ্যাটার্জী দারোগা জ্যোতিষ চন্দ্র ব্যানার্জীকে হত্যা করে। বিচারে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০