রবি ঘোষ

Barisalpedia থেকে

খ্যাতনামা চিত্রাভিনেতা রবি ঘোষের (২.১১.১৯৩১ - ৪.২.১৯৯৭) আদি নিবাস বরিশাল। পিতা দীপেন্দ্রনাথ।

আশুতোষ কলেজে পড়ার সময় উৎপল দত্তের সংস্পর্শে এসে তাঁর নাটকের স্কুলে রবি ঘোষ ভরতি হন। পাঁচের দশকে ‘সাংবাদিক’ নাটকে প্রথম মঞ্চাভিনয়। লিট্ল থিয়েটার গ্রুপের (এলটিজি) প্রথম নাটক ‘অঙ্গার’ থেকে শুরু করে বহু নাটকে তিনি অভিনয় করেছেন। এল.টি.জি ছেড়ে পরে তিনি ‘চলাচল’ নামে একটি ছোটো নাটকের দল তৈরি করেন। এরপর তিনি চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হন। ১৯৫৯ খ্রিস্টাব্দে তাঁর প্রথম ছবি অরবিন্দ মুখার্জি পরিচালিত ‘কিছুক্ষণ’। সত্যজিৎ রায়ের ‘অভিযান’ ছবিতে প্রথম বড়ো রোলে এবং কমেডিয়ান হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘গুপীগাইন বাঘা বাইন’ ছবিটিতে তিনি বিশেষ খ্যাতি লাভ করেন। তাঁর অভিনীত অন্যান্য ছবি: ‘মেঘ’, ‘হাঁসুলিবাকের উপকথা’, ‘হীরক রাজার দেশে’, ‘গুপী বাঘা ফিরে এল’, ‘গল্প হলেও সত্যি’, ‘বসন্তবিলাপ’ প্রভৃতি। ‘সাধু যুধিষ্ঠিরের কড়চা’ ও ‘নিধিরাম সর্দার’ দুটি ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। অসংখ্য টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। সত্যজিতের পুত্র সন্দীপ রায়ের ফেলুদা সিরিয়ালে ‘জটায়ু’র ভূমিকায় তাঁর অভিনয় বিশেষ উল্লেখযোগ্য। একটি হিন্দি ফিল্ম ‘সবসে বড়া সুখ’- এ অভিনয় করেছেন। তাঁর কয়েকটি মঞ্চসফল নাটক- ‘কনে বিভ্রাট’, ‘বিবর’, ‘ঘটক বিদায়’, ‘হীরালাল পান্নালাল’ প্রভৃতি। ‘বিয়ে পাগলা বুড়ো’ যাত্রাভিনয়েও তিনি খ্যাতি লাভ করেছিলেন। অভিনেত্রী অনুভা গুপ্ত তাঁর স্ত্রী।



তথ্যসূত্র: সংসদবাঙালি চরিতাভিধান (২য় খন্ড)