রতনদী কালিকাপুরের জমিদার পরিবার

Barisalpedia থেকে

উজিরপুরের কিয়দংশ জুড়ে বিস্তৃত রতনদী কালিকাপুর পরগনাটি নাজিরপুর পরগণা হতে সৃষ্টি। রাজা কন্দর্প নারায়ণের দেহরক্ষী রামমোহন মালের বংশধররা এ পরগণার জমিদার ছিলেন। মহারাজ রাজবল্লভের সুপারিশে ১৮৭২ খৃৃস্টাব্দে আলিবর্দী খান রামমোহন মালের প্রপৌত্র রতেœশ্বরকে রতনদী কালিকাপুর পরগণা প্রদান করেন। তার পুত্র কৃষ্ণরাম অনেক জনকল্যাণমূলক কাজ করেন। তাদের নির্মিত মন্দির, দালান ও দীঘি আছে। তাদের বংশধররা উজিরপুর, বারপাইকা, রাকুদিয়া, শিকারপুর, বারৈখালী প্রভৃতি গ্রামে বাস করতেন।


বংশ তালিকা

রামমোহন মালের পুত্র কৃষ্ণ জীবন মিরবহর, তার পুত্র দুর্গাশরন, তার পুত্র রতেœশ^র, তার চার পুত্র কৃষ্ণরাম, কন্দর্পনারায়ণ, কীর্তিচন্দ্র ও রামকিশোর; কৃষ্ণরামের পুত্র শিবচন্দ্র, তার পুত্র গোকুল চন্দ্র, তার পুত্র বঙ্গচন্দ্র, তার পুত্র জগৎ চন্দ্র, তার পুত্র অবিনাশ চন্দ্র; কীর্তিচন্দ্রের পুত্র শম্ভুচন্দ্র, তার পুত্র বৈকুণ্ঠ চন্দ্র, তার পুত্র অখিল চন্দ্র, তার পুত্র সতীশ চন্দ্র; রামকিশোরের পুত্র বিষ্ণুচন্দ্র, তার পুত্র ঈশ্বর চন্দ্র, তার পুত্র পূর্ণ চন্দ্র, তার পুত্র কুমুদ চন্দ্র।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।