মোহাম্মদ কামরুল হাসান সেলিম, লে., বীরপ্রতীক

Barisalpedia থেকে

মোহাম্মদ কামরুল হাসান সেলিম বীরপ্রতীক বাকেরগঞ্জ থানার চরাদি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ডা. মোতাহার সিকদার। ১৯৭১ সালে তিনি রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ১ এপ্রিল মুক্তিবাহিনীতে যোগ দেন। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত বেঙ্গল রেজিমেন্টের প্রথম সদস্য। তনি ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। ১৬ ডিসেম্বর ঢাকায় আসেন। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি অস্ত্র উদ্ধারের জন্য লে. সেলিম, এএসপি লোদী এবং জহির রায়হান মিরপুরে যান। হঠাৎ এক ঝাঁক গুলি এসে সেলিমকে বিদ্ধ করে এবং ঘটনাস্থলে মারা যান। তাঁর সাথে বাকেরগঞ্জ থানার ফরিদপুর গ্রামে ইবিআর মোতালেব শহীদ হন। ঐদিন চলচ্চিত্রকার জহির রায়হানও হারিয়ে যান। সরকার মোহাম্মদ কামরুল হাসান সেলিমকে বীরপ্রতীক পদকে ভূষিত করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।