মেহেদী আলী ইমাম বীরবিক্রম, মেজর

Barisalpedia থেকে

মেজর মেহেদী আলী ইমাম বীরবিক্রম ১৯৪৯ সালের ১২ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামে। তাঁর পিতা মরহুম এসএসএম বিল্লাহ সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর মাতা আনোয়ারা বেগম। মেহেদী ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে কমিশনপ্রাপ্ত হন। তিনি বরিশালে মেজর জলিলের অধীনে তালতলী জুনাহারের দায়িত্বে ছিলেন। ১৯৭১ সালের ২৫ এপ্রিল জুনাহারে পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রতিরোধ করেন। পাকবাহিনীর ভারী অস্ত্রের সাথে টিকে থাকতে না পেরে তিনি পিছু হটতে বাধ্য হন। মুজিবনগর সরকার তাকে নবম সেক্টরের অধীনে পটুয়াখালী সাব-সেক্টর কমান্ডার নিযুক্ত করে। তিনি পটুয়াখালীর মহেষপুর যুদ্ধে কৃতিত্বের পরিচয় দেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাকে বীরবিক্রম উপাধি প্রদান করা হয়। তাঁর সনদ নম্বর- ১৪। বাংলাদেশ সেনাবাহিীতে তাঁকে মেজর পদে উন্নীত করা হয়। তিনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ছিলেন। তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসাধীন অবস্থায় ১৯৯৮ সালে ২৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী লায়লা ইমাম, এক পুত্র ও এক কন্যা রেখে যান। তাকে বনানী কবরস্থনে দাফন করা হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।