মৃণালকুমার দাশগুপ্ত

Barisalpedia থেকে

পদার্থবিজ্ঞানী মৃণালকুমার দাশগুপ্তের (১.৯.১৯২৩ - ২৮.১১.২০০৫) পৈতৃক বাড়ি গৌরনদী উপজেলার নলচিড়া গ্রাম। জ্যোতিঃপদার্থবিদ পিতা সুকুমার; মাতা তরুবালা।

মৃণালকুমার গ্রামের পাঠশালায় পড়া শেষ করে ঢাকা সেন্ট গ্রেগরি স্কুল থেকে ১৯৩৯ সালে ম্যাট্রিক পাশ করেন। ঢাকা জগন্নাথ কলেজ থেকে আই.এসসি. পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি.এসসি. ও এম.এসসি. দু-টি পরীক্ষায় হয়েছিলেন প্রথম। স্বাধীনতা, নতুন রাষ্ট্র পাকিস্তানের সৃষ্টি, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদিতে বাস্তুহারা হয়ে কলকাতা আসেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত পদার্থবিজ্ঞানী শিশিরকুমার মিত্রের ‘গবেষণা সহায়ক’ হন। অধ্যাপক মিত্রের আগ্রহ ও উৎসাহে ভারত সরকারের ওভারসিস স্কলারশিপ নিয়ে গবেষণার জন্য ১৯৫০ খ্রিস্টাব্দে ইংল্যান্ড যান। ওখানকার বিশ্ববিশ্রুত জডরেল ব্যাংক এক্সপেরিমেন্টাল স্টেশনের অধিকর্তার অধীনে গবেষণা করে ১৯৫৪ খ্রিস্টাব্দে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি. ডিগ্রি পান। তাঁর গুরুত্বপূর্ণ আবিস্কার: ‘যুগ্ম রেডিয়ো গ্যালাক্সি’ (উড়ঁনষব জধফরড় এধষধীু)। ১৯৫৪-এর শেষে দেশে ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন স্থাপিত রেডিয়ো ফিজিক্স বিভাগে অধ্যাপকপদে যোগ দেন। এদেশে রেডিয়ো অ্যাস্ট্রনমি ও জ্যোতিঃপদার্থ বিজ্ঞানের উন্নতিতে তাঁর গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশ-বিদেশের বিখ্যাত বিজ্ঞান পত্রিকায় তাঁর গবেষণাপত্র, রিভিয়ু ইত্যাদি রয়েছে। যেমন ‘নেচার’ পত্রিকা বা ক্লাসিক্স ইন রেডিয়ো অ্যাস্ট্রনমি (ডি. রিভেল পাবলিশিং কোং, ১৯৮২), স্কাই অ্যান্ড টেলিস্কোপ জার্নাল (ডিসে. ১৯৮২) ইত্যাদি। রেডিয়ো অ্যাস্ট্রনমিতে অবদানের জন্য ন্যাশনাল সায়েন্স একাডেমি ১৯৭৪ খ্রিস্টাব্দে তাঁকে ফেলো নির্বাচিত করেন। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস ১৯৮১ খ্রিস্টাব্দে ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি নির্বাচিত করেন। বিজ্ঞানকে সাধারণের কাছে তুলে ধরবার বিষয়েও তাঁর চেষ্টার ত্রুটি ছিল না। দূরদর্শন, আকাশবাণী বা বিজ্ঞান প্রচারধর্মী যে-কোনো সংগঠনের আহ্বানে তিনি গ্রামেগঞ্জে গিয়ে বক্তৃতা দিতেন। বিজ্ঞানের জটিল ও কঠিন বিষয়কে সহজ সরল ভাষায় লিখে গেছেন নান পত্রপত্রিকায়। নানা পদে থেকে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের উন্নতিতে সচেষ্ট ছিলেন। অত্যন্ত স্পষ্টবাদী, সুঠাম দেহের অধিকারী বলে বিজ্ঞান কলেজে তাঁর খ্যাতি ছিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা থেকে অবসর নেওয়ার পর কলকাতা বিড়লা প্লানেটোরিয়াম আয়োজিত ‘অ্যাস্ট্রনমি ও প্লানেটোরিয়াম সায়েন্স’- এই কোর্সের অধিকর্তা ছিলেন তিনি।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান