মিয়াবাড়ি মসজিদ ও স্মৃতিসৌধ, পটুয়াখালি সদর

Barisalpedia থেকে

পটুয়াখালির শ্রীরামপুরের মিয়া পরিবারের আদি পুরুষ শিবানন্দ মজুমদার ছিলেন নবাব মুর্শিদকুলি খানের খাজাঞ্চী। পরবর্তী সময়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর শিবানন্দ মজুমদার শিবন খাঁ এবং তার পুত্র কালে খা নাম ধারন করেন। নবাবের অনুগ্রহে শিবন খান জমিদারী লাভ করে শ্রীরামপুরে বসতি স্থাপন করেন। তার পুত্র কালে খাঁনের নামানুসারে পটুয়াখালির কালিকাপুরের নামকরন করা হয় বলে কথিত আছে। শ্রীরামপুরে মিয়া বাড়িতে এই পরিবার কর্তৃক নির্মিত বিভিন্ন স্থাপনা অর্থাৎ মসজিদ, বসতবাড়ি, পুল ইত্যাদি অতীত দিনের সাক্ষী হয়ে বিরাজমান। মিয়া বাড়ির এই মসজিদের সন্নিকট তৎকালীন সময়ে নির্মিত একটি সেতুগাত্রের শিলালিপি থেকে এই স্থাপনাসমূহের নির্মাণকাল সম্পর্কে একটি সূত্র জানা যায়। এই শিলালিপিতে সতেরশ আটানব্বই কথা উল্লেখ রয়েছে। এই সূত্র থেকে অনুমিত হয় যে, এইএছাড়া মিয়া পরিবারের তৈরি করা মসজিদ সংলগ্ন কালে খাঁ ও তার স্ত্রী জুলেখা বিবির মাজার দক্ষিণাঞ্চলের প্রাচীন স্থাপত্যসমূহের মধ্যে আলাদা বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। জোড় বাংলা স্থাপত্য রীতিতে নির্মিত দোতলা এই স্মৃতি সৌধ বৃহত্তর বরিশাল অঞ্চলের মুসলিম স্থাপত্যে একটি ব্যতিক্রর্মী স্থাপনা। দক্ষিণ বাংলা তো বটেই এমনকি বাংলাদেশের অন্যত্রও এই প্রকারের মন্দির সদৃশ্য মুসলিম স্মৃতিসৌধ পরিদৃষ্ট হয় না।

Miabari.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।