মাধব দত্ত

Barisalpedia থেকে

জলপাইগুড়ি জেলার কৃষক আন্দোলনের অগ্রণী সৈনিক। জন্ম ১৯০৫। মৃত্যু ১৯ মে ১৯৮৫। আদি নিবাস বরিশাল।

অল্পবয়সে বরিশাল অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে স্বদেশি আন্দোলন ও পরে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। ১৯৩৫ খৃস্টাব্দে জলপাইগুড়িতে এসে কংগ্রেস নেতা বিশিষ্ট চিকিৎসক চারুচন্দ্র সান্যাল ও খগেন্দ্রনাথ দাশগুপ্তের সঙ্গে পরিচিত হন। ১৯৩৯ খৃস্টাব্দে জলপাইগুড়িতে অনুষ্ঠিত সোশালিষ্ট পার্টির সম্মেলনে তিনিই প্রথম বোদা থেকে কৃষক জাঠা নিয়ে উপস্থিত থাকেন। সদর থানার অন্তর্গত অঞ্চলে কৃষক সংগঠনের কাজে তাঁর সাথি ছিলেন পরেশ মিত্র, ডা. গোবিন্দ কু-ু, মনোরঞ্জন দাশগুপ্ত, শচীন রায়, মানিক সান্যাল, ধরণী বমর্ণ, পঞ্চানন নাগ, সুধাময় দাশগুপ্ত, সজিজুদ্দিন আহম্মদ প্রভৃতি নেতৃবৃন্দ।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।