মাধবকর

Barisalpedia থেকে

বাকলা-চন্দ্রদ্বীপের মাধবকর ভারতব্যাপী খ্যাতিমান আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। তার পিতার নাম ইন্দ্রকর। গৌরনদী থানার নলচিড়া গ্রামে মাধবকর পাল আমলে জন্মগ্রহণ করেন। সেখানে তার বংশধররা বাস করত। নলচিড়ার মাধবকরের ভিটা প্রাচীন বাড়ির স্মৃতি বহন করে। মাধবকর বিখ্যাত রোগ বিন্যাস শাস্ত্র বা সংক্ষেপে ‘নিদান’ রচনা করেন। বৈদ্যকুল ভূষণ মাধবকরের অপূর্ব গ্রন্থ নিদান আজ পর্যন্ত আয়ুর্বেদ ছাত্রদের মূল্যবান শিক্ষা বিষয়। তার রোগবিন্যাস বা প্যাথলজি ভারত বিখ্যাত। বাংলাদেশের এ বিখ্যাত পন্ডিত নয়া পালের রাজবৈদ্য চক্রপাণির সমসাময়িক (১০৪০-১০৬০) ছিলেন। ডঃ আর. সি. মজুমদার মাধবকরের ভূয়সী প্রশংসা করেছেন। মাধবকর চন্দ্রদ্বীপের প্রাচীন ঐতিহ্যের গৌরব।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।