"মনোরঞ্জন গুপ্ত"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("সশস্ত্র বিপ্লবী ও আইন সভার সদস্য। মনোরঞ্জন গুপ্ত ১৮৯০ সন..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

২১:২৭, ২ মে ২০১৬ তারিখের সংস্করণ

সশস্ত্র বিপ্লবী ও আইন সভার সদস্য। মনোরঞ্জন গুপ্ত ১৮৯০ সনের ৭ই মার্চ গৌরনদী থানার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি বাটাজোড় স্কুল হতে মেট্রিক, বিএম কলেজ হতে আই এ ও বিএ পাশ করেন। হীরালাল দাসগুপ্ত তার বাল্য বন্ধু। তারা স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীর নিকট বিপ্লবী দিক্ষা গ্রহণ করেন। মনোরঞ্জন গুপ্ত নরেন্দ্র ঘোষ চৌধুরীর সাথে শিবপুর ডাকাতিতে অংশ নেন। ১৯১৬ সনে তিনি গ্রেফতার হন। তিনি ১৯২০ সনে মুক্তি লাভ করেন এবং ১৯২১ সনে অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯২৩ সনে পুনরায় অন্যান্য বিপ্লবীদের সাথে বন্দী হন। ১৯২৯ সনে তিনি লাহোর কংগ্রেস অধিবেশনে যোগ দেন। ১৯৩০ সনে কলকাতায় পুলিশ কমিশনার টেগার্ট সাহেবের উপর আক্রমণ চালান। তিনি ১৯৩২ সনে গ্রেফতার এবং ১৯৩৮ সনে মুক্তি লাভ করেন। তিনি যুগান্তর দল পরিত্যাগ করে কংগ্রেসে যোগ দেন। তিনি ১৯৪০ থেকে ১৯৪৬ সন পর্যন্ত বন্দী ছিলেন। কারাগারে থেকে তিনি ১৯৪৬ সনের নির্বাচনে প্রার্থী হলেন। তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি ১৯৫০ সনে বরিশালে দাঙ্গার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। ১৯৫৪ সনে কলকাতায় চলে যান এবং সেখানে ১২ বছর এমএলসি ছিলেন। তিনি কয়েক খানা গ্রন্থ রচনা করেছেন। স্বাধীনতা সংগ্রামে বরিশাল গ্রন্থের তিনি সম্পাদনা করেছেন। তিনি ১৯৭৪ সনে দেহ ত্যাগ করেন।



তথ্যসূত্র: রফিকুল ইসলাম। বরিশাল দর্পণ। ঢাকা, ১৯৯০।