মদন মোহন

Barisalpedia থেকে

মদন মোহন ছিলেন সেলিমাবাদ পরগণার প্রথম জমিদার। পশ্চিম বাংলার ২৪ পরগণার দিগঙ্গার বাসুকি গোত্রীয় সেন কূলোদ্ভূত দক্ষিণ রাঢ়ীয় মৌলিক কায়স্থ আদিশুরের সভায় আগত রামনাথ সেন হুগলীর দিগঙ্গায় বাস করত। তাঁর পঞ্চদশ অধস্তন কিঙ্কর ভূঁইয়ার পুত্র মদন মোহন সেলিমাবাদ পরগণার জমিদারী লাভ করেছিলেন। মদন মোহন একজন বীরযোদ্ধা ছিলেন। তিনি মোগলদের পক্ষে রাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধ করে কৃতিত্বের পরিচয় দেন। তিনি অনেক উপঢৌকন নিয়ে যুবরাজ শাহজাহানের সাথে সাক্ষাৎ করেন। যুবরাজ তাকে প্রথমে সেরেস্তাদারের চাকরি দেন। সুবাদার রাজস্ব আদায়ের জন্য ফৌজদার ছবি খান ও মদন মোহনকে চন্দ্রদ্বীপে প্রেরণ করেন। সুবাদার সন্তুষ্ট হয়ে স¤্রাটের নামে সেলিমাবাদ পরগণা সৃষ্টি করে মদন মোহনের পুত্র শ্রীনাথের নামে পাট্টা দেন। শ্রীনাথ খুব সম্ভব ১৬২৮ খৃৃস্টাব্দে নলছিটি থানার নথুল্লাবাদ গ্রামে জমিদারি স্থাপন করেন। পরবর্তীতে তাঁদের বংশধর রুদ্রনারায়ণ রায়েরকাঠিতে জমিদারির দপ্তর স্থাপন করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।