মঠবাড়িয়া উপজেলা

Barisalpedia থেকে

১৯০৪ সালে থানাটি গঠিত হয়। ১৮৭০-৭১ খৃস্টাব্দের বিবরণী থেকে দেখা যায় পিরোজপুর মহকুমার ৩টি থানার একটি পিরোজপুর। ৭/১১/১৯৮২ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

মঠবাড়িয়া পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ

১. মুহম্মদ আবদুল খালেক (বিংশ শতকের শেষভাগ), লেখক; দক্ষিণ মিঠাখালি।

দাউদখালী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মেহেদী আলী ইমাম, বীরবিক্রম (১২ জুন ১৯৪৯ - ২৮ সেপ্টেম্বর ১৯৯৮), খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, গ্রাম: দাউদখালী। ২. আনিস মোল্লা (?? - ১৯৯৩), বীরবিক্রম মুক্তিযোদ্ধা; খায়েরঘাটচরা গ্রাম।

গুলিসাখালী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মহিউদ্দিন আহমেদ (১৫ জানুয়ারী ১৯২৫ - ১২ এপ্রিল ১৯৯৭): জাতীয় সংসদের বিরোধী দলের প্রাক্তন উপনেতা; গ্রাম: গুলিশাখালী। ২. সওগাতুল আলম সগীর (১৯৪১ - ১৯৭৩ সালের ২ জানুয়ারি), ঢাকা বিশ^বিদ্যালয়ের জহুরুল হক হলের ভিপি এবং ১৯৭০ সালের এমপিএ; গ্রাম: গুলিশাখালী।

টিকিকাটা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. গগন মিয়া (উনবিংশ শতকের মধ্যভাগ), জমিদার বিরোধী আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দিয়ে আন্দামানে যাবজ্জীবন দ-প্রাপ্ত, গ্রাম: সিংখালী। ২. মোহন মিয়া (উনবিংশ শতকের মধ্যভাগ), সিংখালী কৃষক বিদ্রোহের নেতা; আন্দামানে যাবজ্জীবন দ-প্রাপ্ত; গগন মিয়ার ভাই; গ্রাম: সিংখালী।

মঠবাড়িয়া উপজেলার পুরাকীর্তিসমূহ

১. এডওয়ার্ড পেরি কাসপারের কুঠিবাড়ি, সাপলেজা। ২. মমিন মসজিদ, বুড়িরচর। ৩. সোনাখালি জমিদারবাড়ি ।

মঠবাড়িয়া উপজেলার ঐতিহাসিক ঘটনাসমূহ

১. তুষখালী খাদ্যগুদাম দখল যুদ্ধ, ১৯৭১। ২. সিংখালীর কৃষক বিদ্রোহ, ১৮৫৪ ।

মঠবাড়িয়া উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. আবদুর রাজ্জাক বিশ্বাস, পিতা আমজেদ আলী বিশ্বাস, ফুলঝুড়ি; সম্মুখ যুদ্ধে শহীদ। ২. আবদুল মোতালেব, পিতা নজর আলী, ফুলঝুড়ি; পুলিশের সাথে যুদ্ধে শহীদ। ৩. জিয়াউজ্জামান, পিতা ডা. মতিয়ার রহমান, দক্ষিণ বন্দর। ৪. গোলাম মোস্তফা, পিতা আবুদর রশিদ মাস্টার, চিত্রা। ৫. গণপতি হালদার, পিতা নগেন্দ্র নাথ হালদার, আন্ধারমানিক। ৬. আনোয়ারুল কাদির, দক্ষিণ শাপলেজা। ৭. আবদুল মালেক, পিতা হাজী আবদুল গণি মুন্সী, পাতাকাঠি। ৮. আবু মিয়া, পিতা সোনা মিয়া, পাঁচশতকুড়া। ৯. সালেহ উদ্দিন, পিতা সৈয়দ আবদুর রহমান মিয়া, বাশবুনিয়া। ১০. মাখন লাল দাশ, বাইসারী, বানরিপাড়া, সিও রেভেনিউ। ১১. ধীরেন্দ্রনাথ ম-ল, বিকম ছাত্র, দেবত্র। ১২. ইপিআর রুহুল আমিন, মঠবাড়িয়া; আখাউড়া যুদ্ধে শহীদ। ১৩. ইবিআর শাহ আলম, ফুলঝুড়ি, যশোরে নিহত। ১৪. ইবিআর মানিক মিয়া, সেনের টিকিকাটা। ১৫. হাকিম, মিরুখালী। ১৬. নগেন্দ্রনাথ গয়ালী, মঠবাড়িয়া। ১৭. মোজাম্মেল হক, ঝাটিবুনিয়া। ১৮. জিতেন্দ্রনাথ মিত্র, আঙ্গুলকাটা। ১৯. শৈলেন্দু মিস্ত্রী, আঙ্গুলকাটা। ২০. সতীশ হালদার, সিংগা। ২১. পনু, গুলিসাখালী। ২২. লাপা, গুলিসাখালী। ২৩. হিরু, গুলিসাখালী। ২৪. মোস্তফা, পাতাকাটা। ২৫. সুধীর কর্মকার শিক্ষক, মঠবাড়িয়া, কে এম মাধ্যমিক বিদ্যালয়। ২৬. মজিবর রহমান মজনু, চিত্রা। ২৭. আলম। ২৮. শামসুল হক।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।