বাকেরগঞ্জের ইংরেজ কালেক্টরগণ ও জেলা-ম্যাজিস্ট্রেটগণ

Barisalpedia থেকে

কালেক্টরগণ

ডগলাস (১৭৯০-৯৩) টমসন (১৭৯৩-৯৫) আমর্ষ্টং (১৭৯৬-৯৮) মেসি (১৮৯৮-১৮০২) জে বেটি (১৮০২-১৮০৫) ফরটেসকিউ (১৮০৬) বার্ড (১৮০৭) বেটি (১৮০৭-১২) হান্টার (১৮১৭-১৯ বাকেরগঞ্জে প্রথম পৃথক কালেক্টর) বার্লো (১৮১৯-২০) লারা (১৮২০) হান্টার (১৮২০) ম্যাক্সওয়েল (১৮২১) কারডিউ (১৮২২) ফিলিপস (১৮২২-২৪) জন ফ্রেন্স (১৮২৪-৩২) জে জে হার্ভে (১৮৩২-৩৩) রবার্ট উইলিয়ম (১৮৩৩-৩৪) ষ্টেইনফোর্ড ১৮৩৫ আর ইঞ্চ ১৮৩৬-৩৭ জন ব্রুস ১৮৩৮ রবার্ট ইঞ্চ (১৮৩৯-৪০) আর আর ষ্টিয়ার্ট (১৮৩৯-৪০) রবার্ট ইঞ্চ (১৮৪০-৪৩) এইচ আর ষ্টিয়ার্ট (১৮৪৪-৪৫) এ মানি (১৮৪৫-৪৬) হেনরি আর থারটন (১৮৪৭) জে. ই. রিড (১৮৪৭-৫৪) আর হ্যাম্পটন (১৮৫৫) উইলিয়াম ফ্রেচার (১৮৫৬) সি ডব্লিউ মেকিলপ (১৮৫৭)।

জেলা-ম্যাজিস্ট্রেটগণ

মিডলটন (১৭৯৭-১৮০০) ষ্পিডিং (১৮০০) উইন্টল (১৮০০-১৮০৩) গার্ডনার (১৮০৪-১৮০৫) অসওয়ালড (১৮০৫-১৮০৬) বেটি (১৮০৭-১২) ফরটেসকিউ (১৮১৩-১৪) সেজ (১৮১৫-১৬) হ্যারিংটন (১৮১৮) লি ওয়ারনার (১৮১৮) চ্যাপম্যান (১৮১৯-২০) কারডিউ (১৮২১-২৩) জে শ (১৮২৪-২৫) মরিসন (১৮২৫-২৭) গ্যারেট (১৮২৭-৩০ ম্যাজিষ্ট্রেট) ষ্টার্ট (১৮৩১-৩২) ষ্টেইনফোর্ড (১৮৩৩-৩৫) ষ্ট্রাট (১৮৪২-৪৫) হ্যারিসন (১৮৪৫-৪৮) বি এইচ কুপার (১৮৪৯-৫১) এইচ সি হলকেট (১৮৫২) এস এস কিউ ফোর্ড (১৮৫৩-৫৪) আলেকজান্ডার (১৮৫৫-৫৯)


জেলা জজ

ডব্লিউ আই মানি (১৮৫০-৫২) ষ্ট্রিয়ার (১৮৫৩-৫৫) এফ বি কেমপ (১৮৫৬-৫৮)।


তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী। ২০১০।