"বরিশাল হিতৈষী"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("‘বরিশাল হিতৈষী’ বরিশালের প্রাচীন সাপ্তাহিক সংবাদপত্রে..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

০৪:৩৪, ১০ অক্টোবর ২০২০ তারিখের সংস্করণ

‘বরিশাল হিতৈষী’ বরিশালের প্রাচীন সাপ্তাহিক সংবাদপত্রের একটি।

১৮৯৫ সালে শ্রী রাজমোহন চট্টোপ্যাধ্যায় ‘হিতৈষী’ মুদ্রণ যন্ত্রে ছাপিয়ে ‘বরিশাল হিতৈষী’ নামক সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করেন। পত্রিকাটি কিছুটা উদার মতাবলম্বী হওয়া সত্তে¡ও নিয়মিত প্রকাশিত হতো না। খোসালচন্দ্র রায়ের মতে এর প্রকাশকাল ১৮৯৫ এবং মুনতাসীর মামুনের মতে ১৮৯৬ সাল। এ প্রসঙ্গে শরৎকুমার রায় লিখেছেন: ‘অতঃপর ১৮৯৫ অব্দে বরিশাল বঙ্গবিদ্যালয়ের ভূতপূর্ব হেডপন্ডিত রাজমোহন চট্টোপ্যাধ্যায় মহাশয় ‘বরিশাল হিতৈষী’ পত্রিকা প্রচার করেন। এই কাগজখানিও সরকারী কর্মচারীদের কার্যাবলীর যথোচিত সমালোচনা করিতে পারিত না। এক সময় অশ্বিনীকুমার এই সংবাদপত্রখানিকে স্বীয় অভিপ্রায় অনুসারে পরিচালনার জন্য চেষ্টা করিয়াছিলেন। কিন্তু তাহার সেই চেষ্টা নানা কারণেই সফল হয় নাই।’

সুরেশচন্দ্র গুপ্ত পত্রিকাটি বাংলা ১৩০১ সনে (ইংরেজি ১৮৯৪) প্রকাশিত বলে মনে করেন। হীরালাল দাশগুপ্তের মতে এর প্রকাশকাল ১৮৯৩ সাল।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।