বরিশাল কামান ও অতলতল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:০৫, ৪ জানুয়ারি ২০১৭ পর্যন্ত সংস্করণে ("হিন্দু শাস্ত্রে বঙ্গোপসাগরে যে স্থানকে গঙ্গা দেবীর পাতা..." দিয়ে পাতা তৈরি)

হিন্দু শাস্ত্রে বঙ্গোপসাগরে যে স্থানকে গঙ্গা দেবীর পাতাল প্রবেশ বলে উল্লেখ করা হয়েছে, সে স্থানকে অতলতল বলা হয়। এ স্থান বাকেরগঞ্জ-খুলনা জেলার দক্ষিণে রায়মঙ্গলে অবস্থিত। অতলতলের গভীরতা প্রায় ৭০০ ফুট এবং চারদিকের গভীরতা মাত্র ৫০ ফুট। উপকূল থেকে ১৫ মাইল দক্ষিণে অতলতল (Swatch of no ground) অবস্থিত। পূর্বে মে-জুন মাসে বরিশালের দক্ষিণ-পশ্চিম দিক থেকে কামানের শব্দের মতো আওয়াজ শোনা যেত এবং এ শব্দকে বরিশালের কামান বলা হতো (Gun of Barisal)। এ শব্দ খুব তীব্র হতো এবং একসাথে দু’তিন বার শব্দ হতো। বরিশাল কামান সম্পর্কে ডব্লিউ ডব্লিউ হান্টার লিখেছেন : “The only supernatural phenomenon in the district is a meteorological one, and is called Barisal Gun. It is a singular loud sound resembling the distant discharge of artillery, which is heard in the south of the district, and especially during the rains. A paper was read on the subject by Babu Gour Das Basak, before the Asiatic Sociaty, some seven years ago, but no one has yet come forward with a satisfactory explanation of the cause of this curious phenomenon. The statement, that it is coused by the action of the waves on the sea-shore, seems hardly tenable, as the sound is head form inland, at such a distance from the coast as would preclude the possibility of this explanation; some times indeed as far north as Faridpur. No caverns or hot-springs are situated in Bakerganj.”

মি. হান্টার বরিশাল কামান- এর উৎস সম্পর্কে সঠিক কারণ নির্ণয় করতে পারেননি। মি. এইচ. বেভারিজ বলেছেন, অতল তল থেকে কামানের শব্দ সৃষ্টি হতে পারে। বর্তমানে এ শব্দ শোনা যায় না। এ শব্দ কেন শোনা যেত তার সঠিক তথ্য পাওয়া যায়নি। অনেক বলেন বরিশালে যে কামানের মতো শব্দ শোনা যেত তা অতলতলের স্রোতের শব্দ। আবার কেউ বলেন বায়ুমন্ডলের পরিবর্তনের জন্য এ শব্দ শোনা যায়। খুব সম্ভব জোয়ার-ভাটার সময় বিপরীতমুখী স্রোতের জন্য এ শব্দ শোনা যেত। বর্তমানে চর সৃষ্টির ফলে সাগরকূল অগভীর হওয়ায় স্রোতের বেগ হ্রাস পেয়েছে এবং সে জন্য এ শব্দ শোনা যায় না।


তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।