ফণিভূষণ দাশগুপ্ত

Barisalpedia থেকে

বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী। জন্ম ২৭ ডিসেম্বর ১৯০৭ সালে বরিশাল জেলার বানারীপাড়া থানার খলিসাকোটা গ্রামে। মৃত্যু ১২ ফেব্রুয়ারি ১৯৪২। পিতা অক্ষয়কুমার দাশগুপ্ত।

ছাত্রাবস্থায় বরিশালে বিপ্লবীদের সংস্পর্শে আসেন। উজিরপুর বারুইপাইকা ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে ১৯২৪ খৃস্টাব্দে বিশেষ কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক ও বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ১৯২৬ খৃস্টাব্দে আই.এ পাশ করেন। ১৯২৮ খৃস্টাব্দে সরস্বতী লাইব্রেরিতে যোগ দেন এবং ওই বৎসর থেকে প্রকাশিত যুগান্তর দলের সাপ্তাহিক বিপ্লবী পত্রিকা ‘স্বাধীনতা’ সম্পাদনার জন্য তিনি কারারুদ্ধ হন (১৯২৯)। মুক্তির পর তিনি মেছুয়াবাজার বোমার মামলায় গ্রেপ্তার হয়ে বিনা বিচারে হিজলি জেলে আটক থাকেন। ওই জেল থেকে পালিয়ে ১৯৩৪ খৃস্টাব্দে সিঙ্গা রাজনৈতিক ডাকাতি মামলায় পুনরায় ধৃত ও বিচারে যাবজ্জীবন কারাদ-িত হয়ে আন্দামানে দ্বীপান্তরিত হন। দীর্ঘ কারাবাসে স্বাস্থ্য ভেঙে পড়লে তিনি মুক্তির জন্য অনশন করেন। মুক্তিলাভ করলেও দুরারোগ্য যক্ষ্মা রোগে তাঁর মৃত্যু হয়।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।