ফজলুর রহমান খন্দকার, বীরউত্তম

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৩৮, ২৯ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("সুবেদার বীরউত্তম ফজলুর রহমান খন্দকার বাকেরগঞ্জ উপজেলার..." দিয়ে পাতা তৈরি)

সুবেদার বীরউত্তম ফজলুর রহমান খন্দকার বাকেরগঞ্জ উপজেলার বারো আউলিয়া গ্রামে খন্দকারবাড়ীতে জন্মগ্রহণ করেন। পিতা খন্দকার আবুল হোসেন, মাতা আমিরুন্নেসা, স্ত্রী মমতাজ বেগম। তাদের তিন মেয়ে। ১৯৭১ সালে খন্দকার ফজলুর রহমান রংপুর ইপিআর উইংয়ে কর্মরত ছিলেন। তিনি প্রথমে সাহেবগঞ্জ এবং পরে পাটগ্রাম সাব-সেক্টরের অধীনে যুদ্ধ করেন। ১৯৭১ সালের ২৭ সেপ্টেম্বর হাতিবান্ধা উপজেলায় পাকবাহিনী ক্যাম্প আক্রমণকালে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন। এ যুদ্ধে আরো কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। খন্দকার ফজলুর রহমান ও অন্য মুক্তিযোদ্ধাদের হাতিবান্ধা হাইস্কুল প্রাঙ্গণে সমাহিত করা হয়। বাংলাদেশ সরকার তাঁর এই বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করে। তাঁর বীরউত্তম সনদ নম্বর-৪৩।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫