প্রবোধচন্দ্র গুহ

Barisalpedia থেকে
জন্ম ১৮৮৫? মৃত্যু ২ জুলাই ১৯৬৯। আদিনিবাস বানারিপাড়া, বরিশাল। ‘আর্ট থিয়েটার’ নামক প্রতিষ্ঠান স্টার থিয়েটারের পরিচালনা-ভার গ্রহণ করলে সরকারি চাকরি ছেড়ে উক্ত রঙ্গমঞ্চের সেক্রেটারিপদ গ্রহণ করেন এবং আর্ট থিয়েটারের প্রথম উপহার অপরেশচন্দ্রের ‘কর্ণাজুন’ নাটকের তত্ত্বাবধানে(১৯২৩) কৃতিত্ব দেখান। পরে মনমোহন থিয়েটারে আসেন। ১৯৩১খ্রি. ‘নাট্য-নিকেতন’ নামে নিজস্ব রঙ্গালয় প্রতিষ্ঠা করেন। নাট্যনিকেতনের উল্লেখযোগ্য প্রযোজনা: ‘মুক্তির উপায়’, ‘মা’, ‘পথের দাবী’, ‘চরিত্রহীন’, ‘সিরাজদৌল্লা’, ‘কারাগার’, ও ‘কালিন্দী’। তাঁর প্রযোজিত বিভিন্ন নাটকে তিনকড়ি চক্রবর্তী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, নরেশ মিত্র, অহীন্দ্র চৌধুরী, নীহারবালা প্রভৃতি অভিনয় করেছেন। রানিবালা ও সরযূ দেবী এই রঙ্গমঞ্চে অভিনেত্রীরূপে প্রতিষ্ঠিত হন এবং নাট্যকার শচীন সেনগুপ্ত ও মন্মথ রায় তাঁর সংস্পর্শে এসে প্রতিভা-বিকাশের সুযোগ পান। দেশবিভাগের পর কিছুকাল পাকিস্তানে বাস করার সময় সেখানকার সিনেমা-শিল্পে আত্মনিয়োগ করেন। পাকিস্তান রিজার্ভ ব্যাঙ্কের অন্যতম পরিচালক ছিলেন।

তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।