প্রতিভা

Barisalpedia থেকে

১৯৪৮ সালে এস. আলী. মোহাম্মদ-এর স¤পাদনায় বরিশাল থেকে প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা মাসিক ‘প্রতিভা’। বরিশাল শহরের লাইন রোডের ইসলামিয়া প্রিন্টিং ওয়ার্কস থেকে পত্রিকাটি ছাপা হতো। ডিমাই ১/৪ সাইজের এ পত্রিকাটি ছিল মূলত সাহিত্যনির্ভর। পত্রিকাটির প্রতি সংখ্যার মূল্য ছিল আট আনা। পাঁচ বছরের মতো পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। নজরুলের উপর প্রকাশিত বিশেষ সংখ্যাটির স¤পাদনা করেন আবদুল গাফফার চৌধুরী। এ সংখ্যাটির দাম ছিলো দু’টাকা। পত্রিকার স¤পাদক এস. আলী. মোহাম্মদ জানিয়েছেন জ্ঞানরঞ্জন বসু ও আমেনা বেগমের আর্থিক ও নৈতিক সহযোগিতাই ছিলো পত্রিকাটি প্রকাশের মূল প্রেরণা। ১৯৮৬ সালেও ‘ঈদ সংখ্যা’ হিসেবে প্রতিভার একটি সংখ্যা প্রকাশিত হয়েছিল।

পত্রিকাটিতে যারা লিখতেন তারা হলেন কালীশ মুখোপাধ্যায়, এস. এন. জুলফিকার, শামসুদ্দীন আবুল কালাম, গোলাম মোস্তফা, কবি মইনুদ্দীন, শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রিন্সিপ্যাল ইব্রাহীম খাঁ, আশরাফ সিদ্দিকী, কাজী আমিনা বেগম, মাওলানা হেলাল উদ্দীন আহমদ, মইনউদ্দিন আহমেদ, সেলিনা পন্নী, বন্দে আলী মিয়া, বযলুর রহমান, আমেনা বেগম, অধ্যাপিকা শান্তিসুধা ঘোষ, এস. এন. কিউ. জুলফিকার আলী, আহসান হাবীব, আবদুর রশীদ খান, কবি নরেন্দ্র দেব, বেগমজাদী মাহমুদা নাসির, বেগমজাদী খালেদা নাসির, রাণীবালা চক্রবর্তী (রাণী ভট্টাচার্য), গোলাম অহিদ চৌধুরী প্রমুখ।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।