প্যারেরা, জন ফ্রান্সিস

Barisalpedia থেকে

জন ফ্রান্সিস প্যারেরা বরিশাল শহরের প্রধান ইউরোপীয় অধিবাসীদের একজন। তাঁর বাসস্থানের সড়কটি বর্তমানে প্যারারা রোড নামে পরিচিত। মি. প্যারেরা প্রথম জীবনে সরকারী কর্মচারী ছিলেন। তিনি প্যারেরা রোডে বাস করতেন। তার কন্যাদ্বয় ও জামাতারা বিবির পুকুরের পূর্ব পাশে পুরাতন টেলিগ্রাফ অফিস ও ডাকবাংলোর নিকট বাস করতেন। মি. প্যারেরা ১৮৩৪ খৃৃস্টাব্দে ৭০ বছর বয়সে বরিশালে মারা যান।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০