পির ইদ্রাকের মাজার, উজিরপুর, বরিশাল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৫৫, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("উজিরপুরের পীর মাহমুদ ইদ্রাক মোগল রাজত্বের শেষের দিকে সু..." দিয়ে পাতা তৈরি)

উজিরপুরের পীর মাহমুদ ইদ্রাক মোগল রাজত্বের শেষের দিকে সুবেদার শায়েস্তা খানের সঙ্গী হিসেবে এই অঞ্চলে আগমন করেন বলে কথিত আছে। পরবর্তী সময়ে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হয়ে তিনি ধামুরাতে বসতি স্থাপন করেন। ধামুরাতে এই ইসলাম ধর্ম প্রচারকের মাজার রয়েছে।

পরি ইদরাকরে মাজার, ধামুরা, উজরিপুর


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।