পির ইদ্রাকের মাজার, উজিরপুর, বরিশাল

Barisalpedia থেকে

উজিরপুরের পীর মাহমুদ ইদ্রাক মোগল রাজত্বের শেষের দিকে সুবেদার শায়েস্তা খানের সঙ্গী হিসেবে এই অঞ্চলে আগমন করেন বলে কথিত আছে। পরবর্তী সময়ে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হয়ে তিনি ধামুরাতে বসতি স্থাপন করেন। ধামুরাতে এই ইসলাম ধর্ম প্রচারকের মাজার রয়েছে।

Image 31.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।