পাদ্রী শিবপুর

Barisalpedia থেকে

বাকেরগঞ্জ থানার ৫ মাইল দক্ষিণে পাদ্রী শিবপুর অবস্থিত। রাজা রাজবল্লভ বান্ডেল থেকে পর্তুগীজ এনে এখানে পত্তনি দেন। তাদেরকে ১৭৬৪ খৃৃস্টাব্দে পাদ্রী বা নিখাস তালুক বন্দোবস্ত দেয়া হয়। পোড্রো-গনজালেস পাদ্রী প্রথম গির্জা নির্মাণ করেন। এখানে ডি সালভা বিখ্যাত ধর্মযাজক ও জমিদার ছিলেন। বরিশাল শহরে তাঁদের বাসভবন আছে। বরিশালে অনেক ইংরেজ পরিবারের বাস ছিল। কিন্তু একমাত্র পাদ্রী শিবপুর ব্যতীত অন্য কোথাও পর্তুগীজরা স্থায়ীভাবে বাস করেনি।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০