পটুয়াখালী মহকুমার এসডিও’গণ (১৯০১-১৯৪৭)

Barisalpedia থেকে

পটুয়াখালী মহকুমার এসডিও’গণ (১৯০১-১৯৪৭):

১। বগলা প্রসন্ন মজুমদার ১৯০০; ২। যোগেন্দ্র লাল চৌধুরী ১৯০১-০২; ৩। কালী কুমার রায়চৌধুরী ১৯০৩-০৪; ৪। জে এন রয় ১৯০৫-০৬; ৫। ডব্লিউ এল এসকল ১৯০৭; ৬। মুহাম্মদ ফজলুল করিম ১৯০৭-১০; ৭। সি ডব্লিউ জ্যাকোব ১৯১১; ৮। আর বি ষ্টিয়ার ১৯১২; ৯। জি ডি পিয়ার ১৯১৩-১৪; ১০। সৈয়দ আবদুল লতিফ ১৯১৫-১৭; ১১। কালী মোহন সেন ১৯১৮-২২; ১২। এম এ লতিফ ১৯২৩-২৫; ১৩। তবিবুর রহমান ১৯২৬-২৭; ১৪। আকরামুজ্জামান খান ১৯২৭-২৯; ১৫। জে এন তালুকদার ১৯২৯-৩০; ১৬। কে কে হাজরা ১৯৩১-৩২; ১৭। আজিজ আহমেদ ১৯৩২-৩৪; ১৮। এইচ এস এম ইসহাক ১৯৩৪-৩৬; ১৯। এন দাস ১৯৩৬-৩৮; ২০। এস এ ছোবাহান ১৯৩৮-৪০; ২১। আর জি পিঙ্গলস ১৯৪০-৪১; ২২। আকতার হামিদ খান ১৯৪১; ২৩। এইচ রহমান ১৯৪২-৪৩; ২৪। এইচ টি আলী ১৯৪৩; ২৫। বি আর রহিম ১৯৪৪-৪৫; ২৬। ফজলুল হক ১৯৪৫; ২৭। সিরাজুল হক ১৯৪৬-৪৭; ও ২৮। আবদুল মজিদ চৌধুরী ১৯৪৭-৪৯।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।