নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা

Barisalpedia থেকে

১৯০৬ সালে স্বরূপকাঠি থানা সৃষ্টি হয়। ১৯১৫ খৃস্টাব্দে পিরোজপুর মহকুমার যে ১০টি থানার নাম পাওয়া যায় তার একটি স্বরূপকাঠি। ২/৭/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। ১৯৮৫ সালে এর নামকরণ হয় নেছারাবাদ। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

স্বরূপকাঠি পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ

১. নেছারউদ্দীন আহমদ (রহ.) (১৮৭৩ - ১৯৫২ সালের ১ ফেব্রুয়ারি), ছারছিনার পির সাহেব।

জলাবাড়ি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. কমরেড অজিত বিশ্বাস (১৯২৪ সনের ১৫ ডিসেম্বর- ২০০৪ সনের ১০ অক্টোবর), ব্রিটিশ বিরোধী সংগ্রামের একজন নিবেদিত কর্মী ও কমিউনিস্ট নেতা; গ্রাম: জলাবাড়ি। ২. জীবন বালা বিশ্বাস (১৯২৫ - ২০০৫ সনের ২৮ জানুয়ারি), ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর বরিশালের অন্যতম নারীনেত্রী।

সমুদয়কাঠি ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. হজরত শাহ্ কামাল (সপ্তদশ শতক), মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে বাকলায় ইসলাম প্রচারক; গ্রাম: সেহাঙ্গল। ২. হাশেম আলী খান (২ ফেব্রুয়ারী ১৮৮৮ - ১৬ এপ্রিল ১৯৬২), অবিভক্ত বাংলার মন্ত্রী ও বঙ্গীয় আইন সভার সদস্য; গ্রাম: সেহাঙ্গল। ৩. নুরুল ইসলাম খান (২৪ নভেম্বর ১৯২১ - ৯ এপ্রিল ১৯৮১), বৃটিশ বিরোধী আন্দোলনের কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব; খান বাহাদুর হাশেম আলী খানের পুত্র; গ্রাম: সেহাঙ্গল।

সোহাগদল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. দস্তর খাঁ (সপ্তদশ শতক) দিল্লি থেকে আগত ইসলাম প্রচারক। ২. জাহাঙ্গীর বাহাদুর: (? - ১৯৭২) মুক্তিযুদ্ধকালে স্বরূপকাঠীর বেইজ কমান্ডার।

নেছারাবাদ উপজেলার পুরাকীর্তিসমূহ

১. ইন্দ্রকাঠি বাংলা মসজিদ, ২. বরছাকাঠির প্রাচীন ইমারত, ৩. বরছাকাঠি সরদার বাড়ি মসজিদ, ৪. সরকারবাড়ি মন্দির, অলঙ্কারকাঠি ৫. কুড়িয়ানা মন্দির।

নেছারাবাদ উপজেলার সামন্ত পরিবার

১. জলাবাড়ির বিশ্বাস পরিবার

নেছারাবাদ উপজেলার ঐতিহাসিক ঘটনা

১. শর্শিনার যুদ্ধ, ২৫ নভেম্বর

নেছারাবাদ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. কাজী শামসুল হক, গ্রাম আকলম, সহ-সভাপতি থানা আওয়ামী লীগ। ২. পিতা কাজী মাজাহার আলী, জন্ম - ৮ মে ১৯১৮, শহীদ ১ জুলাই ১৯৭১। ৩. মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, কামারকাঠি। ৩. ইপিআর আবদুল মজিদ, সোহাগদল; ৩১ মার্চ কুমিল্লা সেনানিবাসে নিহত। ৪. আবদুল হাই। ৫. শাহ আলম সরদার, বরিশাল পলিটেকনিকের ছাত্র। ৬. আইয়ুব আলী, সোহাগদল। ৭. বারেক, সোহাগদল। ৮. সোহরাব হোসেন, সোহাগদল। ৯. ইবিআর আবদুর রব ফিরোজী, জগন্নাথকাটি; চট্টগ্রামে শহীদ। ১০. আজিজুল হক, সোহাগদল। ১১. আনোয়ার হোসেন, সোহাগদল। ১২. কাসেম আলী, জিলবাড়ী। ১৩. আমজেদ। ১৪. আফছার উদ্দীন, রাজাবাড়ী। ১৫. জনাব আলী, রাজাবাড়ী। ১৬. সুন্দর আলী চৌকিদার, রাজাবাড়ী। ১৭. হাবিবুর রহমান, উত্তর-পশ্চিম সোহাগদল। ১৮. ইয়ার হোসেন তালুকদার, উত্তর-পশ্চিম সোহাগদল। ১৮. মালেক জিলবাড়ী। ১৯. লেন্দু আলম, সোহাগদল। ২০. নুরে আলম, সোহাগদল। ২১. মোকসেদ আলী বেপারী, সোহাগদল। ২২. শমসের আলী, সোহাগদল। ২৩. মোতাহার আলী, সোহাগদল। ২৪. নাজিমউদ্দিন, সোহাগদল। ২৫. হাবিবুর রহমান, সোহাগদল। ২৬. ডা. কালাচাঁদ চক্রবর্তী, কুলিয়ারী। ২৭. নীলকান্ত বৈদ্য, জুলহার। ২৮. প্রফুল্লচন্দ্র গোলদার, চিলতলা। ২৯. মাস্টার সেকান্দার আলী, সোহাগদল। ৩০. মোকসেদপুর রহমান, সোহাগদল। ৩১. ভালরাণী মিস্ত্রী, মাদ্রা। ৩২. সুনীলকুমার আইচ, শিক্ষক, কামারকাটি। ৩৩. দুলাল কৃষ্ণ ঘোষ, বিকম ছাত্র, কামারকাটি। ৩৪. শরৎচন্দ্র চক্রবর্তী দৈহারী। ৩৫. ঈশ্বর চন্দ্র মন্ডল, গণকপাড়া। ৩৬. নকুলেশ্বর মন্ডল, গণকপাড়া। ৩৭. ললিতকুমার বেপারী, গণকপাড়া। ৩৮. মাদব বেপারী, গণকপাড়া। ৩৯. মনিন্দ্র মৃধা, গণকপাড়া। ৪০. ননী মৃধা, গণকপাড়া। ৪১. কালীচন্দ্র রায়, গণকপাড়া। ৪২. চিত্তররঞ্জন রায়, গণকপাড়া। ৪৩. কলমকান্ত, পশুরিকাটি। ৪৫. অঞ্জলী রাণী কর্মকার, খাড়াবাগ। ৪৬. গোপাল হালদার, জলাবাড়ী। ৪৭. মুকুল রানী বিশ্বাস, ভরতকাটি। ৪৮. ধীরেন্দ্রনাথ, কামারকাটি। ৪৯. অম্বরনাথ, ১০ম শ্রেণির ছাত্র, কামারকাটি। ৫০. ইপিআর আবদুল হাই, কুলিয়ারী; ঢাকায় নিহত। ৫১. পরিমল কৃষ্ণশীল, ৫ম শ্রেণির ছাত্র, স্বরূপকাটি। ৫২. সুভাষচন্দ্র হালদার, আন্দারকূল; রংপুর সেক্টরে নিহত। ৫৩. লক্ষ্মীরানী, আদাবাড়িয়া। ৫৪. ডা. সুরেন্দ্রেনাথা হালদার, আটঘর। ৫৫. আবদুল মালেক, জগন্নাথকাটি; শর্ষিনার পীরের বাড়িতে হত্যা করা হয়। ৫৬. মাস্টার মোজাফফর হোসেন, শর্ষিনা। ৫৭. বিমলেন্দু, বাস্তুকাটি। ৫৮. কমলকৃষ্ণ বিশ্বাস, বাস্তকাটি; ১৬ মে কুড়িআনায় সম্মুখ যুদ্ধে শহীদ। ৫৯. অতুলচন্দ্র মিত্র, ধলহার; শর্ষিনার বদর বাহিনীর হাতে নিহত। ৬০. শিশিরবিন্দু মজুমদার, ধলহার। ৬১. সব্যসাচী কীর্তনিয়া, আটঘর। ৬২. আবু জাফর, এলএলবি পরীক্ষার্থী, গৌহরী। ৬৩. হরিদাস মজুমদার, গৌহরী। ৬৪. ননী গোপাল মন্ডল, গৌহরী। ৬৫. আলমগীর বাহাদুর, সোহাগদল; ১৩ মে পিরোজপুরে নিহত। ৬৬. জহিরুল ইসলাম, সোহাগদল; ২৭ মার্চ ঢাকায় নিহত। ৬৭. মতিলাল দেবনাথ, শশীদ। ৬৮. জিতেন, শশীদ। ৬৯. কালীকান্ত মন্ডল, শশীদ। ৭০. সুনীল সরকার, শশীদ। ৭১. রুহিনী কুমার মন্ডল, শশীদ। ৭২. বাদশ মিয়া, আকলম।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।